সেরা ৫ টি সুপার মার্কেট গেমের নাম

এটা কিন্তু ২০২০ সাল না এটা হচ্ছে ২০২৪ সাল, আর ২০২৪ সাল থেকে শুরু করে ২০২৫ সাল, অথবা ২০৩০ সাল পর্যন্ত সিমুলেটর বা ওপেন ওয়ার্ল্ড গেম গুলোর চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। আর বর্তমান সময়ে ট্রেডার লাইট সিমুলেটর অথবা সুপার মার্কেট সিমুলেটর এই গেমগুলোর চাহিদা অনেক বেশি। এই টাইপের গেম সাধারণত কম্পিউটারের জন্য রিলিজ করা হয়। আপনারা যারা এই টাইপের গেম পছন্দ করেন তাদের জন্য আজকের এই পোস্টটি করা। আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন ট্রেড লাইফ সিমুলেটর অথবা সুপার মার্কেট সিমুলেটর মতো গেম আপনারা আপনাদের যে কোন মোবাইলে খেলতে পারবেন।

সেরা ৫ টি সুপার মার্কেট গেম

ট্রেডার লাইভ সিমুলেটর এর মত গেম অথবা সুপারমার্কেট সিমুলেটর মতো গেম বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। এই ধরনের গেম গুলোর মধ্যে রিয়েল লাইফের মত সারভাইভ করা যায়। রিয়াল লাইফের মত আপনার ঘর বানিয়ে থাকতে পারবেন, খাবারের জন্য আপনারা সুপার মার্কেট থেকে খাবার কিনতে পারবেন। এছাড়াও আরো বিভিন্ন রকম শপিং করে আপনি গাড়ি নিয়ে বাড়িতে আসতে পারবেন। এছাড়া আপনারা চাইলে দোকানও করতে পারবেন, ব্যবসা এবং জব করতে পারবেন। এগুলো করে যে টাকা ইনকাম করবেন সেই টাকা দিয়ে আপনাদেরকে বেঁচে থাকার জন্য সার বাইট করতে হবে।

এছাড়াও এই গেমের মধ্যে আপনারা চাইলে ঘর ভাড়া দিতে পারবেন, কারেন্টের বিলও দিতে পারবেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারবেন আর এই সকল ফিচারের কারণেই এই গেমগুলো দিনে দিনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমার মনে হয় আজকের এই পোস্টটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনি নিশ্চিত এই গেম গুলো ডাউনলোড করে খেলবেন। আজকের এই পোস্টে আপনাদের জানাবো সেরা ৫টি সুপার মার্কেট গেমের নাম।

Cafe Business Sim – Restaurant

ক্যাফে বিজনেস সিম রেস্টুরেন্ট এই গেমটি খুবই অসাধারণ একটি গেম। কারণ গেমটির মধ্যে যে রোল প্লে করতে হবে এই রোল টা খুবই অসাধারণ। এই গেমের মধ্যে আপনারা অনেকগুলো রোল প্লে করতে পারবেন। যেমন রেস্টুরেন্টের শেফ, ওয়েটার, দোকানদার অথবা দোকানে বিভিন্ন রকম কাজ করতে পারবেন।

আপনি যদি শেফ হন তাহলে আপনাকে খাবার রান্না করে পরিবেশন করতে হবে। আর যদি ওয়েটার হন তাহলে আপনাকে খাবার সার্ভ করতে হবে। যদি দোকানের মালিক হয়ে থাকেন তাহলে সবার উপর নজর রাখতে হবে। এক কথায় এই গেমটির কথা বলতে গেলে রিয়েল লাইফ রেস্টুরেন্টে যা যা ঘটে এই গেমের মধ্যেও একই রকম।

  • Game Size  –  80 MB
  • Offline Game

Pumping Simulator 2024

পাম্পিং সিমুলেটর অসাধারণ একটি গেম। এই গেমের মধ্যে যে ফিচারগুলো দেওয়া হয়েছে তা খুবই অসাধারণ। মূলত গেমটির কনসেপ্ট হচ্ছে আপনি একটি স্টেশনের মালিক। আর সেই স্টেশনে বিভিন্ন রকম গাড়ি আসবে, সেই গাড়িগুলোতে বিভিন্ন রকম ফুয়েল লোড করতে হবে। 

এছাড়াও আপনার আন্ডারে অনেকগুলো লোক কাজ করবে তাদেরকে আপনার পর্যবেক্ষণ করতে হবে। তারা তাদের কাজগুলো করছে কিনা সেটা দেখতে হবে। গাড়িতে বিভিন্ন রকম জিনিসপত্র উঠানো এবং সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা এগুলোও গেম এর মধ্যে করতে হবে। এই গেমের মূল কাজ হচ্ছে বিভিন্ন গাড়িতে ফুয়েল লোড করা। 

  • Game Size  –  155 MB
  • Offline Game

Movie Cinema Simulator

মুভি সিনেমা সিমুলেটর গেমের মূল কনসেপ্ট হলো আপনার একটি সিনেমা হল থাকবে। আর এই সিনেমা হলে আপনাকে বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করতে হবে, অথবা মুভির টিকিট সেল করতে হবে। এক কথায় বলতে গেলে বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে সিনেমা হলগুলোতে সিনেমা হলের দায়িত্বে যারা আছে তারা যেই কাজগুলো করে একই রকম কাজ করতে হবে এই গেমের মধ্যে। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গেমের মধ্যে আপনাকে হিউজ পরিমাণ টিকিট বিক্রি করতে হবে। আপনি যত বেশি টিকিট বিক্রি করবেন আপনার সিনেমা হলে তত লোক আসবে। আর এইভাবে এই গেমের বিজনেসটা দাঁড় করাতে হবে। আর এই ভাবেই এই গেমের মধ্যে সারভাইভ করতে হবে। 

  • Game Size  –  182 MB
  • Offline Game

Retail Store Simulator

রিটেইল স্টোর সিমুলেটর গেম খুবই অসাধারণ এবং অনেক জনপ্রিয়। বাংলাদেশে আমরা যেভাবে দোকান করি দোকানে যে রকম জিনিসপত্র লাগে সবকিছুই এই গেমটির মধ্যে দেখতে পারবেন। এই জিনিসপত্রগুলো পাইকারি দোকান থেকে কিনতে হবে এবং পাইকারি দোকান থেকে কিনে নিয়ে এসে নিজের দোকান থেকে বিক্রি করতে হবে। 

আপনার কাছে এই গেমের মধ্যে সব রকম প্রোডাক্ট থাকবে। এই প্রোডাক্টগুলো কাস্টমারদের কাছে বিক্রি করতে হবে এবং সে প্রোডাক্টগুলো বিক্রি করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আরো প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টগুলো কাস্টমার এর কাছে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবে। এই গেমের ফিচারই হল পাইকারি দোকান থেকে প্রোডাক্ট কিনে সেগুলো নিজের দোকান থেকে বিক্রি করে দেওয়া।

  • Game Size  –  142 MB
  • Offline Game

Market Simulator 2024

মার্কেট সিমুলেটর সম্পূর্ণ নতুন একটি গেম। এই গেমটির ফিচার অনেক ভালো। যখন কোনো ব্যবসা করি তখন আমরা বিভিন্ন রকম চিন্তা করি, আর চিন্তা করতে করতে আমরা যে কোন একটা সিদ্ধান্ত নেই। আর এই গেমের মধ্যেও আপনাকে চিন্তা করে একটি মার্কেট তৈরি করতে হবে। এই মার্কেটটা নিজের মন মত সাজিয়ে বিভিন্ন প্রোডাক্ট উঠিয়ে সেল করতে হবে।

তবে অবশ্যই প্রোডাক্টগুলো বিক্রি করার আগে দোকান সুন্দর করে সাজাতে হবে কারণ যত সুন্দর করে সাজাতে পারবেন দোকান তত বেশি কাস্টমার আপনার দোকানে আসবে।

  • Game Size  –  159 MB
  • Offline Game

সর্বশেষ কথা

সুপ্রিয় পাঠক বৃন্দ আজকের এই পোস্টের সেরা পাঁচটি সুপার মার্কেট গেমের নাম জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই জানতে পেরেছেন সেরা পাঁচটি সুপার মার্কেট গেমের নাম। গেম সম্পর্কিত এরকম আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *